লোকে বলে মানুষ কেন বদলে যেতে চায়?
বদলে যাওয়ার কারণ হয়তো নতুন বন্ধু পায়!


পুরনো বন্ধু যখন, যেথায়, যাহাই কথা কয়
সেই কথাটির মূল্য তাহার নিকট নাহি রয়।


বন্ধু নামের মানুষগুলোর দাবী অনেক বেশী,
পূরণ করতে দেরী হলেই রয় না মুখে হাঁসি।


নিজের কোন দাবী দাওয়া করো যদি পেশ,
বন্ধু আমার মনে করে হইলো এবার শেষ।


হাজার কথা দিয়েও বন্ধু কথা রাখে না,
নিজের মন্দগুলো নিজে স্বীকার করে না।


ওৎ পেতে সে বসে থাকে আমার দোষের আশায়,
ভিন্ন ভিন্ন চিত্র দেখি তাহার কথার ভাষায়।


বন্ধু আমার ক্ষণেক্ষণে এমন কথা কয়,
মনের মাঝে দুঃখের সাগর উথাল-পাতাল বয়।


বুকের মাঝে নিরব সেজে দিল করে ক্রন্দন,
মনটি বলে বন্ধু আমার রাখতে চায় না বন্ধন।