রক্ত যমিন হচ্ছে রঙ্গীন
চলছে হলির খেলা,
দীপ্ত বদন তৃপ্ত দাফন
ভাসছে শহীদ ভেলা।


তৃষ্ট হৃদয় ওষ্ঠ দুকূল
চাইছে সুধার পানি,
ধৃষ্ট শিয়াল বৃষ্টাকারে
করছে মানের হানি।


ধূর্ত চিতা স্বার্থ মায়ায়
খেলছে দাবার গুটি,
চিত্য বদন নিত্য কদম
চলছে বেলুন রুটি।


স্বর্গ ছেড়ে দুর্গ তৈয়ার
করছে স্বাধীন ওরা,
মর্গ পানে শর্ত ছাড়াই
যাচ্ছে লাশের জোড়া।


দৈত্য বনে নৃত্য সাজায়
বাজছে গুলির বাঁশি,
নিত্য ছেড়ে ভৃত্য বনেই
করছি তাকেই মাসি?