সবাই তো আর কবির মত নয়
যখন লোকের মনটি খারাপ রয়,
আপনা আপনি কলম হাতে লয়
চলতে থাকে শিথিল গতিময়।


ক্ষুদ্র মনটি হয় যখনি ক্ষয়
আবেগ নিয়ে বহুত কথা কয়,
দিক-দিগন্তে মনটি ছুটে যায়
কষ্টের সাগর পাড়ি দেয় ভেলায়।


মনের মাঝি ব্যাকুল হয়ে বেড়ায়
একটুখানি অচিন সুখের আশায়,
চুপটি করে হ্নদয় অশ্রু ঝড়ায়
আনমনা কয় কবিদের ভাষায়।