আলোকিত দিন
             সেতো আলো নয়,
কখনও আধারিও আলো ফিরে পায়।


                কলুষিত রাত
             সেতো কালো নয়,
কখনও রোদেলাও কালো হয়ে যায়।


              আকাশেতে নীল
              সেতো নীলা নয়,
কখনও মেঘেরাও পুরো ছেয়ে যায়।


ছেয়ে যায় নীল আকাশ কালো হয় দিন,
রাতের জ্যোৎস্নাও কারো কাছে ঋণ।


সেতো থাকে আকাশে উঁকি দেয় মাঝেসাঝে,
তবুও কি দাম তার তুলনাতে কি সাজে?


সে যদি হয় ঋণি কভু কারো হার মানি,
কিছুতো আছেই তবে তারও চেয়ে আরও দামী?