চন্দ্রিমা হারিয়ে উদাসী নয়,
চন্দ্র উঁকি দেয় তার সময়ে _
অপেক্ষায় প্রমাদ গুনে যায়।


ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায়
দীর্ঘ বিচ্ছেদের পর
হয়ে থাকে অন্তিম সাক্ষাৎ _
পূর্ণিমার বিদগ্ধ বিদায়ে
সুবাসিত হয় ভোর,
দেখা মিলে নিত্য নব্য-প্রভাত।