হে প্রেয়সী প্রিয়তমা চাঁদ!
দূর থেকে কড়া নাড়িয়ে
মায়া জমিয়ে কি লাভ?


তুমি তো একাই আকাশ বুকে
আলো ছড়াও শুধু জমিন তটে,
ভালবাসতে দূরত্ব-টাই বিশাল বড় বাধ।


যদি আলো বিলাতে একক বুকে
জায়গা পেতে তারই হৃদ আকাশে,
সূর্য কিরণে প্রতিফলিত বিনে
প্রতিবিম্বিত হতে নিজ সকাশে।


হে প্রেয়সী রূপবতী চাঁদ!
দূর থেকে কড়া নাড়িয়ে
মায়া জমিয়ে কি লাভ?