তুমি পথিক, তুমি চলবে_
তুমি চলবে ক্ষয়ে যাওয়া জুতো, বিদ্ধ কাঁটা নিয়ে।
রক্তাক্ত হবে চরণ গন্তব্য চলনে।
যে মাটি থেকে তৈরী,
সে মাটি আদ্র হবে জুতোর অপূর্ণ অংশে।


তুমি পথিক, তুমি চলবে_
তুমি চলবে রিক্ত হস্তে ক্ষুধার বাটি নিয়ে।
যে ক্ষুধার ভারে নুয়ে পড়বে দেহ,
ঝুঁকে যাবে মস্তক, শক্তি হারাবে হস্ত।
হেরে যাওয়া দলে যুক্ত হবে বিবেকের ধ্বংসে।


তুমি পথিক, তুমি চলবে_
তুমি চলবে মেঠো পথ থেকে ফুটপাত,
ফুটপাত থেকে রাজপথে।
কুঁজে যাওয়া পিঠ, ক্ষয়ে যাওয়া হাড় নিয়ে।
কোলাহলে থেকেও তুমি থাকবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে।


তুমি পথিক, তুমি চলবে_
তুমি চলবে ঘ্রাণ শক্তির বিলুপ্ত প্রথায়,
চোখ ধাঁধানো বস্ত্রের অমূল্য রেখায়,
আবেদনময়ী নারীর নেশাতুর অভিমান থেকে।
নীরব প্রতিবাদে লালায়িত সমাজের চোখ বন্ধে।


তুমি পথিক, তুমি চলবে_
তুমি চলবে ভেঙে যাওয়া কোমর,
নিভে যাওয়া হৃদয়, বুজে যাওয়া চোখ নিয়ে।
বাঁচিয়ে রাখবে কিছু আশা মমতার মোড়কে।
ভুলে যাবে মিথ্যে যন্ত্রণা, নিজেকে বাঁচিয়ে রাখতে।


তুমি পথিক, তুমি চলবে_
তুমি চলবে বিশাল আকাশ মাথায়,
প্রতিকূল সভ্যতার ঘূর্ণি আবহাওয়ায়,
মগজের সুতোর ব্যবহার হবে নিয়ন্ত্রণে।
মুচকি হাসিতে দুনিয়া পরিবর্তনের ছক আঁকতে।


তুমি পথিক, তুমি চলবে।