সূর্যদয় থেকে সূর্যাস্ত একটা গোটা দিন
প্রতিটি মুহূর্ত যেন সৃষ্টির আনন্দধারা
আমার চোখে-মুখে, দেহ ও মনে আলিঙ্গনের ছোঁয়া
কাগজ আর কালিতে ভরিয়ে তুলছি পাতা
এখনই যাব অপর একটি পাতায়
তারপর আরও একটি পাতায়
এভাবেই ক্রমাগত পথচলা --
যদি কাগজ যায় ফুরিয়ে
কথা যদি যায়ও হারিয়ে
পথ চলা হবে না শেষ জেনো
জেনো আমি নই একা
তোমরাও আছো পথের দাবিতে
পথের ধুলায় হোক পথ চলা!