পাপি তাপি অসহায় উঠিয়েছি হাত,
আজ সবে কদরের সে মহান রাত।
হাজার মাসের সেরা বলেছ তুমি,
ভিক্ষা চাইছি ক্ষমা রইনি ঘুমি,
মহি মান্নিত রাতে ফিরাইওনা হায়!
তুমি ফিরালে মোরা যাব গো কোথায়।
সকল তারিফ তোমারি জন্য,
দরূদ সালাম নবীর পায়।
দোজাহানের সরদার নবী,
যিনি শুয়ে মদিনায়।
বিশ্ব মাটির তলায় যত,
মুমীন শহীদ ঘুমি।
এহসান কর অসহায় গোরে,
সম্বল শুধু তুমি।
আসমান তলে,জমীনের পরে,
নাই বুঝি কেহ আর।
অধম নাফারমান শত পাপে পাপি,
মোর মতো গুনাহগার
ক্ষমার লাগিয়া পাতিয়াছি হাত,
ফিরাইওনা মোরে এবার।
ক্ষমাই যদি নাহি করিবে তবে কেন
নাম নিলে গফফার।
কাঁদিয়া কাঁদিয়া ডাকিছি তোমায়
বিশ্ব মুসলমান।
গোস্যা তোমার ছুড়ে ফেল আজি
ভেংগে ফেল অভিমান।
দয়ার নজরে তাকাও ধরাতে,
দেখ ঝড়ে অশ্রু অবিরল।
গুন গুন শুরের আকুল কাকুতি
সবই কি করিবে বিফল?
সাড়া দাও ডাকে দয়াময প্রভু
কবুল কর যা চাই।
ধুলির ধরায় মোরা পাপি বলে
খালি হাতে দিওনা ফিরাই।
মা বাবা লালিছে কতনা যতনে
তাদের যতনে রেখ,
ওস্তাদ মুরব্বি পরশি স্বজন
সকলেরে ভালবেসো।
রোগ সোক আর বালা মসিবত
দিয়েছ যাদের ঘরে,
আজি হতে খাস রহমত
করিও তাদের পরে।
যাদেরকে তুমি সন্তান দিয়েছ
চালাইও সৎ পথে।
বন্ধাকে তুমি সন্তান দিও
নিজ দয়া করূনাতে।
এ রজনী যাহারা রহিছে গাফেল
দিওনা ওদের ধিক,
বরং দিও জীবনের ভুল
বুঝিবার তাওফিক।
দেশ ও জাতির কল্যান কামনা
করি খোদা তব দ্বারে,
জালিম শাসক চাপিয়ে দিওনা
বাংলাদেশের ঘাড়ে।
ক্ষমা করা তুমি শুধু ভালবাস
তাই বারে বারে ক্ষমা চাই,
দয়াময় তুমি ফিরিয়ে দিলে
কে দেবে আমারে ঠাই?