খুব বেশি পুরোনো নয়
নতুন হলেও সকলের কাছে
পরিচিত এক নাম "করোনা"
ছোট বড় ধনি গরিব
সবার কিছু না কিছু অবিজ্ঞতা
আছে এ বিষয়ে।   কি জানি বাপু?
হঠাৎ করে কোথা হতে উড়ে এসে
জুড়ে বসেছে বিশ্বময়।
পৃথিবিকে দিয়েছে ভিন্ন এক রূপ যা
কখোনই দেখেনি বিশ্ববাসি;
দেখার জন্য কোনরকম প্রস্তুুতিও ছিলনা।
তবে মাস্কপরা,কোয়ারেন্টাইনে থাকা
লকডাউন মেনেচলা ইত্যাদি
নাম ও কামের সাথে অতি দ্রুতই
খাপ খেয়েছে মানুষ, কারন মৃত্যুর আতংক!!!
অথচ মাত্র কয়েক মাস আগেও
এর নাম নিশানা কিছুই জানতনা কেউ।
আচ্ছা মানুষ কেন ভাবেনা?
করোনা পৃথিবিতে না এলেও মরন সরাব
তাকে একদিন পান করতেই হতো।
হয়তো আজ নয়তো কাল।
আর এমন মৃত্যু যদি মালিকের কাছে
লেখাই থেকেথাকে তা ফেরাবার
সাধ্যই বা কার আছে?
বর্তমান বিশ্ব; প্রযুক্তির উচ্চ শিখরে
আরহন করলেও
এই ছোট এক অদেখা না ছোয়া
বস্তুুর কাছে বিজ্ঞান হয়ে পড়েছে
একেবারেই অসহায়।
সাথে রাজা, বাদশা,বিত্ব, বৈভব এমনকি
সেচ্ছা সেবকগনও
অথচ এই প্রানঘাতি মহা অতিথি
মরন ব্যাধি!
প্রতি মুহুর্তেই তার দল ভারি করে
লাখো জীবনকে পৌছে দিচ্ছে
না ফেরার দেশে।
তাই আসুন


সৃষ্টিকে নয়
বরং স্রষ্টাকে করি ভয়
যার কাছে হবে চিরো ঠাই
যিনি ছাড়া জীবনে
বিপদে আপদে মরনে
প্রকৃত আপন আর কেউ নাই!!!