৹ গণনা ৹ Rhyme: - Free Verse

দিন সপ্তাহ মাস গুনা শেষ হয়েছে
সেই কবে।
হবে,হবে
দশ কুড়ি, বিশ কুড়িও হবে।
এখন আমি বছর বছর  
বছর গুনি।

দশ,বিশ,ত্রিশও গুনা হবে।
এরপর ক্রমশঃ এক শ, দু শ
এক হাজার, দু হাজার
লক্ষ এবং কোটিতেও গুনাগুনি হবে।

মনে হয় যেন কয়েক আলোকবর্ষ দূরে
আমার ঘর।
পৌঁছে গেলে গুনাগুনতি শেষ
কে আপন, কে পর।

© পলাশ কুমার রায়, ২০২৫

.