৹ হিল্লে ৹ Rhyme: - Free Verse

বিভ্রান্ত ডি.ডে ঘড়ির কাঁটা আগুপিছু করছে।
শান্তি-পারাবত স্বপ্ন দেখছে
শান্ত আকাশে নিশ্চিন্তে উড়ার দিন ফিরে আসছে।
কিছু আগুন পাখি ডিউটি শেষ হয়েছে ভেবে
ঘরে ফেরার দিন গুনতে শুরু করেছে।
এদিকে আমি ঘুম থেকে উঠে
বিশ্ব-শান্তির হিল্লে হয়ে গেছে শুনা তক ভাবছি
আমাকে কেমন এপ্রিল-ফুল করা হল।

© পলাশ কুমার রায়, ২০২৫

.