৹ জলভাত ৹ Rhyme: - Free Verse
এই যে তুমি আমি, আপনি আমি
এখনো পরস্পরের জন্য দরজা বন্ধ করিনি
সেটাই আমাদের বার্ধক্য জনিত অসুস্থতা
সংকোচ।
আমাদের সবার প্রথম জন্মদিনটা
কয়েক দশক পিছিয়ে দেয়া গেলেই
জেনারেশন গ্যাপ কমে যায়।
দৃষ্টি পরিচ্ছন্ন হয়
জীবন জলভাত।
যত বেশী পিছিয়ে দেয়া যায়
তত বেশী স্বচ্ছতার গ্যারান্টি দেয়
আই প্লাস প্লাস।
আই টা চোখও হতে পারে
ইনটেলিজেন্সও হতে পারে।
ই এর দিনও গেছে আর তোমার ইমোশান
বলিহারি।
খুব বেশী ব্যাকডেটেড মম
ড্যাড,ভেরি আনসেফ।
© পলাশ কুমার রায়, ২০২৫
.