৹ ফুল চোর ৹ Rhyme: - Free Verse
ফুল চোরের কাছে ফুল চুরি করা
একটি স্বভাবসিদ্ধ কর্ম।
যদিও বুঝি না মর্ম।
ধনী লোকের মহল্লায় বসবাস
সিক্যুরিটির কত না হাঁকডাক।
তবুও ফুল চোরের আনা গুনা
বন্ধ করা গেছে এমনটা শুনা যায় না।
চল
ফুল তো পৌঁছে গেছে যেখানে যাবার।
কালকে না হয় রাত জেগে
পাহারা দিও আবার।
© পলাশ কুমার রায়, ২০২৫
.