৹ সামান্য সম্পত্তি ৹ Rhyme: - Free Verse

কেউ চাইলে বেয়াদব বলতে পারেন
আমি বেয়াদপ বলি, বেয়াদপি বলি।
কাকে বলি?
ধুস।
অন্যকে বেয়াদপ বলার হিম্মতই আমার নাই।
যখন বলি নিজেকেই বলি।
সামনের পরকাল
পিছনের ইহকাল
এই নিয়ে কোন বাওয়াল করে না।

বোধহয় কেউ খুব একটা জানে না
মনে মনে আমি বেয়াদপ
ছিলাম,আছি,থাকব।
ঐটুকুন তো সম্পত্তি
সামান্য বেয়াদপি
নিজের কাছেই রাখব।

© পলাশ কুমার রায়, ২০২৫

.