কবিতা মোর স্বপ্ন নীরব মনের,
হাজার স্মৃতির রঙ দিয়ে তাই আঁকি,
হয়তো খুঁজি আনমনা এক ক্ষণের
এই আমাকে আমায় দিয়ে ফাঁকি।


সকালের ঐ মিষ্টি রোদের হাসি
পাই খুঁজে তায় এই জীবনের মানে,
জগতটাকে যতোই ভালবাসি
রূপ যেন তার আমায় শুধুই টানে।


নদীর জলে কোথায় ভেসে যাওয়া
পাল তুলে এক নৌকা দূরের পটে,
গাছের পাতা দুলিয়ে মৃদু হাওয়া
তার পিছু ধায় মুগ্ধ অকপটে।


আমি বসে নদীর তটে একা
রঙের আঁচড় টানি মনের পাতায়,
যা দেখিনি চোখ বুঁজে তাও দেখা,
তার আলাপন ছন্দে ভরি খাতায়।


কবিতা মোর না বলা সব কথা,
দুঃখ সুখের সকল অনুভূতি,
কল্পনারই গল্প দিয়ে গাঁথা
অনাগতা হয়তো কারও প্রতি।



[রচনাকালঃ ১৫ অক্টোবর ২০০৪ ইং]