লোক দেখানো হাসির মাঝে
বিষাদ আমার লুকিয়ে রাখা,
সবার মাঝেও আমার ভূবন
দেয়াল ঘেরা ভীষণ একা।
দ্বার খুলে তার কিসের আশায়
প্রতীক্ষা মোর প্রতি ক্ষণে?
সবাই দেখি সুখ যে কুড়ায়,
দুঃখ জমে মনের কোনে।
যাদের আশায় বুক বেঁধে ফের
নতুন দিনের পাই যে আশা,
তাদের চোখেই জগত দেখি,
দুই কুলে তার নেই ভরসা।
সবাই বুঝে আপন ভূবন
আমায় বুঝার কেউ কি আছে?
আজ যেন ঠিক টের আমি পাই
কাছের লোকও নেই তো কাছে।



[রচনাকালঃ ৪ জুলাই ২০০২ ইং]