*                    দুর্যোগ
                অজিত কুমার কর


     অকস্মাৎ কালো মেঘে ঘনাল আকাশে
        ঘন ঘন বজ্রপাতে কম্পিত হৃদয়।
ধেয়ে আসে বক্ষ চিরে    কাঁপাল এ ধরণিরে
        ভীতিপ্রদ শিহরন জীবন সংশয়,
     একেলা কুটিরে বসে কেউ নেই পাশে।


         পিতৃপক্ষ অবসান, মাতৃপক্ষ শুরু
       বাজেনি আলোর বেণু প্রস্তুতি সম্পন্ন।
বরষা যদি না থামে    আরো বেশি জোরে নামে
        ভেসে যাবে চারিদিক মণ্ডপ সংলগ্ন
       বিষাদে শেফালি ঝরে ভুঁয়ে ঝুরুঝুরু।


         আশঙ্কা সবার মনে কী হয় কী হয়
         মাটি যদি ঝরে যায় বৃষ্টির দাপটে!
আটাত্তরে জলরাশি         স্মৃতিপটে ওঠে ভাসি
         সে' রকম বিপর্যয়  যদি ফের ঘটে
        আকাশের মুখ ভার তাই জাগে ভয়।


       এত আশা উদ্দীপনা ভেসে যাবে জলে
          নম নম করে হবে দেবী আরাধনা
  পণ্ড হবে আয়োজন     ভেবে ভেবে ক্লান্ত মন
          সকলের মুখে শুধু এই আলোচনা
          অলির সহানুভূতি দিঘির কমলে।