ও' মাঝি ভাই কোথা তুমি দেখছি না তো, কোথায় গেলে
কখন থেকে খুঁজছি তোমায় গেলে কোথা নৌকা ফেলে।
গামছা কাঁধে আসছে যে জন ওইই বোধ হয় ঘাটের মাঝি
নৌকা ছাড়া কেমনে পেরোই ছ'মাস পরে ফিরছি আজি।


জনাদুয়েক আসুক আরও ছাড়বো তখন খেয়াতরি
পারে যাবার লোক আসে না ঘুরে এলাম কী আর করি।
একটু দূরে বাঁশের সাঁকো তাই খেয়াঘাট এখন ফাঁকা
কী করে তা জানবো বলো, দেবো তোমায় বাড়তি টাকা।


না বাবু না, তা নেবো না, হতে পারি আমরা দুঃখী
অমন করে পয়সা নিয়ে কেউ কখনো হয় না সুখী।
উঠুন বাবু ওপারে যাই আসবে না কেউ আর এবেলা
পৌঁছে দিয়ে ফিরব বাড়ি রাস্তা ফাঁকা যান একেলা।


বউয়ের জন্য কিনেছিলাম দুটো শাড়ি-ব্লাউস-সায়া
মাঝির হাতে দিয়ে বলি তুচ্ছ জিনিস কীসের মায়া।
না বলো না, নিতেই হবে দিচ্ছি তোমায় দরাজ মনে
এমন মানুষ যায় না দেখা অর্থলোলুপ এই ভুবনে।


তুমি আমার ভাইয়ের মতো ভুল ভেবো না আমায় তুমি
বাকি জীবন রইবে মনে জগন্মাতার চরণ চুমি।
সারাটা পথ মাঝির মুখই হাজির ছিল নয়ন জুড়ে
রাখবো ওকে সবার উপর মণিকোঠায় সোনায় মুড়ে।