*                                    
            চারিদিকে যত খুশি গান
              সবটুকু বসন্তের দান।
  ভরে তিল তিল করে    পরম সোহাগ ভরে
            নতুনের প্রতি কত টান।
  পুরোনো বসন ছেড়ে  বিটপীর নব কলেবর
দু 'মাসে ঔজ্জ্বল্য বাড়ে ভরে যায় বৈশাখের ঘর।


            আশার দোলায় দোলে মন
              কতটুকু হবে তা পূরণ।
প্রত্যাশা থেকেই যায়          দূর হবে অন্তরায়
               বর্ণময় তখন ভুবন।
  ঝরে যাক যত ক্লেদ তেজোদীপ্ত তপনের তাপে
   বিচ্ছুরিত হোক খুশি সমাজের সর্বনিম্ন ধাপে।