চেনা কিছু অ-সুখ,
চেনা কিছু ব্যথা __
অচেনার আড়ালে
যেন চেনা রূপকথা!

চেনা কথাগুলো
আজ বড্ড অচেনা।
খাঁচার পাখিটা
যেন ঝাপটায় ডানা।

বড্ড চেনা আকাশ
আজও অচেনা।
সমুদ্রের গভীরে গিয়ে
অনেকই অজানা।

তুমি আমি যদিও
কাছাকাছি বড় চেনা।
বাস্তব চলার পথে
দুজন, তবুও অচেনা।