দুই-এ হৈ চৈ

               (১)
পাখির ডাক কেউ বোঝে না।
নাকি, সে ডাক কেউ খোঁজে না!

               (২)
অবাক ছবি অবাক  পৃথিবী জুড়ে!
দিন চলে যায় অবাক সুখের সুরে!

              (৩)
আকাশেতে দুটো ঘুড়ি;
যত ভাব, তত আড়ি!

               (৪)
আড়াল-কান্না সুখকে জড়িয়ে ফাঁসে,
মুখোশ-মুখের মানুষ কেবলই হাসে!

               (৫)
পিছন ফিরে তাকাতে জানে না গতি ।
ক্ষুধার্ত সময়ের নেই কোনো যতি।

               (৬)
শিরদাঁড়া আর কোথায়, সরলরেখায়।
হাত পা গুটিয়ে শামুক হতে চায়।