আবহমান কাল ধরে সেই এক দস্তুর!
বৈদিক যুগেও বেত হাতে গুরুমশাই...
শিক্ষা শাসনে ভালবাসা আঘাত পায়,
প্রতিযোগিতায় নামে হিংসা, বিদ্বেষ!


কূটনৈতিক চালে বরাবর সে যুদ্ধরাজ!
তির ধনুক থেকে এ কে ৪৭, বদল নেই।
রাজপথে সেই অরণ্য।নিহত ভালবাসা।
বেঁচে থাকার লড়াই' তবু কিন্তু অব্যহত।


শিষ্য যখন শেষে দেশ-দশের ভার নেয়!
বেতের কথা মনে রেখে অস্ত্র হাতে ধরে।
পোষাকে যতই ঢাকো না প্রাপ্ত হিংস্রতা,
আরও নগ্ন হয়ে ছুটে যাও অরণ্য মননে।


আদিম শিক্ষা শিকড়েই, বদল জানে না।