নদীটির তীর ঘেঁষে
ভাঙা নৌকাখানি বাঁধা...
জোয়ারের জলে টলোমলো!
ঝড়ের উদাসী পাতা তবু
পেয়েছে আশ্রয় জীর্ণ পাটাতনে,
কাষ্ঠল আদরে!


কারো কারো আসন চিরস্থায়ী
কারণে অকারণে...
একদিন ছিঁড়ে যাবে দড়িদড়া
খুঁটি ছেড়ে ভাঙা নাও
ঘর ভুলে পাড়ি দেবে উজানে!


ঝরা পাতা তবুও
হারাবে না আসন,  চেনা মাটিতে!
মিশে যাবে
হলুদ থেকে খয়েরি...
খয়েরি থেকে অনন্ত কালো সত্যে!