পঞ্চগুড়ি

           (১)
আগাছা বাড়ে বাড়তে দিলে ;
ছোঁয়াচে রোগে সমাজ জ্বলে!

           (২)
চলমান মায়ার এ ছায়াপথে,
জীবন মৃত্যু চলে একসাথে!

          (৩)
বেলা বয়ে যায়, শ্রাবণ হারায়!!
খরা জ্বলা বুকে চাষী অসহায়।

           (৪)
জীবনে জীবন জীবন্ত যতক্ষণ,
আশার আলো জ্বলে ততক্ষণ।

            (৫)
ভুল বুঝিয়ে, ছিঁচকাদুনের কান্না_
আসলে আখের গোছানোর বাহানা!