মনের শূন্য পাকস্থলীতে
জারক রস অবহেলায় কাঁদে।
সক্রিয়তার আকুতি_
জ্বালা ধরায়!
হিংস্র ক্ষুধা বাঁধন মানে না।
প্রকৃতির নির্জন শিখরে, অথবা
সৈকতের ঝাউবনে
দিশেহারা হয়ে ছোটে_
দোষ না দেওয়ার দোষ আমার।
ফ্ল্যাস ব্যাকের নেগেটিভ প্রেতাত্মা
আগামী ছবির
জন্ম দেয় বোধহয়।।