কল কল
বন-তল
পাখি দল
মেতে ওঠে ভোর হলে।
ঝিল পারে
মন চরে...
থির ধারে
কাতলাটা টোপ গেলে।


কথা হারা
শুকতারা
মেঘ ভরা
আকাশেতে বড় একা।
ঘাপে ঘুপে
চুপে চুপে
নিশি রূপে
জোনাকিরা একরোখা।


***  এটি আমার প্রিয় কবি মনিরুজ্জমান সৃষ্ট "মজাক্ষরা" র অনুপ্রেরণায় একটি প্রয়াস ।