হৃদ্ যন্ত্রে যখন মরচে পড়ে
মুঠো ভর্তি ঋণ
উপচে পড়ে নদীর পাড়ে!
স্থির কচুরিপানার দল
নদীর স্রোতে বইতে গিয়ে
ভাঙনের পথে এগোয়!


হারানো রোদ্দুরের মতো__
কিংবা বাতাসে ফিসফিস,
অহর্নিশ...
সরে  পায়ের নীচের মাটি ;
অথৈ জলেও থাকে
শূন্যতা পরিপাটি!


স্বার্থহীন বাতাসে
এক মুঠো নিঃশ্বাসের ঋণ,
ভেসে থাকে নিশিদিন!
বিকল যন্ত্রও মুক্তি খোঁজে
যন্ত্রণার নদীতে...
মুক্তির আকুতিতে!