সমুদ্র, তোমাকে দেখি এবং দেখি
তবুও মেটেনা আমার আশ।
দেখি দীর্ঘ বালুকাতটে,
ফেনিল তরঙ্গের
তোমার প্রবল জলোচ্ছ্বাস।


তীর হতে বহু দূরে
তোমার ঘন নীলে
যেন আকাশ হয়েছে লীন।
দূরের ঐ নৌকাটিতে
মন মাঝিকে পাঠিয়ে দিয়ে
একলা তীরে আমি যে উদাসীন।


সূর্য ওঠার ভোর বেলাতে
রক্ত কুসুম বুকে নিয়ে,
তোমার রূপের সাক্ষী হই যে আমি।
ভাঙা ঝিনুক হাতে নিয়ে
মুক্ত খুঁজি অকারণে।
ঐ রূপ যে মুক্তর চেয়ে দামী।।