যখন স্বপ্নাবসান,
উন্মীলিত অপলক
খোঁজে বাস্তবের ঠিকানা....
আনাচে কানাচে আবছায়া
শ্যাওলা অতীত,
নিঃশব্দে অন্ধকারে যেন
অশরীরী মন...
স্তিমিত আলোকরেখা
তির বিঁধে ছিন্ন করে তমসা,
যেখানে বাসা বাঁধে দ্বিখণ্ডিত
হৃদয়।
তবু ত্রস্ত পদ সঞ্চারে
মিলন আকাঙ্ক্ষায় দুই তনু-মন,
প্রপঞ্চ জালে আবদ্ধ
নয়নে নয়ন খোঁজে।


এক অপার্থিব মায়াবী
স্বপ্নাবেশে সিক্ত প্রেমের
পরিপূর্ণতায় আবিষ্ট
অনুরণন।
শান্তি সুধা আনে অনাঘ্রাত প্রেমের ঠিকানা।
আনে এক অমিতাভ
সূর্যোদয়ের আশ্বাস।