যেতেই তো হবে
ভয় কি তবে?
হতে যে হবেই
সীমানা ছাড়া!!

মোহনার খোঁজে
ছুটি যে মিছে __
অতল সাগরে
হই দিশেহারা!

জানি না কী মেশে
ঐ অবশেষে
মোহ কী মেটাবে
সে অন্ধ কারা!!