শহীদ শব্দটির ব্যবহার আজ কতনা নিদারুণ -যাচ্ছেতাই!
আসুন সবাই মিলে আজ একে একটুখানি বাঁচাই।
শুধু আপনার সদিচ্ছাই-
আপনার স্বাভাবিক, সাধারণ মৃত্যুকে করে তুলতে পারে অমর- অসাধারণ,
আপনার স্বাভাবিক মৃত্যুর পর অঙ্গদানই-
বাঁচাতে পারে কমপক্ষে আরও সাতটি জীবন।
পঁচে,গলে কিংবা ভস্ম হয়ে নিশ্চিহ্ন হয় যে দেহ-
মৃত্যুপরবর্তী দানেই কেবল তার কিছুটা  হতে পারে চিরকাল অক্ষত।
শহীদ বা অমরত্ব কি এর চেয়ে বেশি কিছু?
শহীদ কাকে বলে?
শহীদ হয় সেই মহাণ  জন -
যে ভালো কাজে বা অপরের কল্যাণে করে উৎসর্গ নিজের জীবন।
যে মৃত্যু আর দশ জনের কল্যান বয়ে আনে তাই শহীদি মৃত্যু-
তাই মৃত্যুপরবর্তী অঙ্গদানই হতে পারে আপনার শহীদি মৃত্যু।
আসুন তাই সবাই মিলে করি শপথ-
মৃত্যুপরবর্তী অঙ্গদানে অপরের মাঝেই বাঁচুক আমার জীবন।


15/03/2015
8:01 pm
d.m