প্রফেসর স্যার, একেবারে ঋষি মানুষ
সারা দিন রাত, অঙ্ক আর অঙ্ক
বাড়িতে সুন্দরী বউ, বেজায় নেগ্লেকটেড
সিরিয়াল দেখে ওড়ায় স্বপ্নের ফানুস ।


এমনি করে দিন যায়


একদিন সুন্দরী বউের, এক মহাঅসুর
প্রাক্তন চাহানেওয়ালা এসে হাজির
টানা টানি লাগায়, নিয়ে সে যাবেই
নির্জন ক্যাম্পাসে, ড্রামাটিক দুপুর ।


তখন, সুন্দরী বউ কয়েক মাস পোয়াতি
পেটের কুট্টি শিশু বড্ড তেজীয়ান
সে গেল ভীষণ রেগে, তার সদ্য ফোঁটা
চক্ষু দিয়ে, আগুনের গোলা, মহাঅসুরের নিয়তি ।


মহাঅসুর মা রে, বাবা রে, কি চেল্লামেল্লি
আগুনে জ্বলে মরে ধিকি ধিকি, ছাই হল
পাড়াপড়শী, ঋষি, সাব্যস্ত করল এই বাচ্চাই
দুনিয়া বদলাবে, সবাই দিল জোর হাততালি ।


# গল্প হল শেষ, আবার দুটি প্রশ্ন #


১. সুন্দরী বউ পেটের শিশু কে মহাঅসুর মারার ক্রেডিট কেন দিল ?
২. সবাই এমন একটা নির্ভেজাল ঢপ, কেন বিশ্বাস করল ?