সময়টা থেমে আছে, যেন অবিকল-
এঁকে যায় রুপকার কথার বলয়!
নীরবতা আজ ঠিক নীরবতা নয়;-
চিরচেনা চোখে তার অচেনা গজল।
পুরাতন অভিরুচি - হয়েছে বদল,
বেলোয়ারী অভিলাষা অবাধ ডানায়।
যেখানে শ্রাবণ ছিল প্রাণের ছোঁয়ায়;
সেখানে প্রখর দাহে মরীচি কেবল।


বদলায় চেনা পথ, বীথিকার ছায়া,
কে রাখে পাতায় লিখে পথিকের নাম!
বরষাও ক্ষণে ক্ষণে আনে মরু-মায়া।
ছিল যেথা জীবনের অনিঃশেষ জাম;
সেখানেই মুফলিস হলো দেউলিয়া,-
পথ-ভোলা বনোয়ারী আজ বদনাম।



শব্দ ব্যাখ্যাঃ
রুপকার > চিত্র শিল্পী অর্থে
মরীচি > কিরণ/রশ্মি
মুফলিস > মিসকিন/নিঃসম্বল
বনোয়ারী > শ্রী কৃষ্ণ


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)