নয় তো এটা বিশ্ব ভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি!
দিন রাত দুইই সমান, এই অধিকার একুশে মার্চেরই।
পুতুলনাচ,বন ও কবিতার বিশ্বদিবস,আছে আরও__
রোমের অগাস্টাসের রাজকবি তো ছিলেন ভার্জিল,
না, না, এইদিনটা তো ভার্জিলের জন্মদিন নয়  !
কবিতা দিবস পালিত হয় ইউনেস্কোর ঘোষনায়,
পুরো নাম তাঁর পিউবিলিয়াস ভার্জিলিয়াস মারো।
ভালোবাসা বাসা বাঁধে কোনো কোনো কবিতায়,
বিদ্রোহ জানায় কবি হয়তো কোনো কবিতার ভাষায়।
অরন্য, ঘোড়া, শষ্য, রাজা-রানী, ইতিহাস ও ভুগোল,
কবিতার ভাষায় মনের কত কথাই না লেখা হয় !
মৃত্যুর আগে ভার্জিল তাঁর অসমাপ্ত-অশোধিত লেখা_
পুড়িয়ে ফেলতে নাকি অনুরোধ করেছিলেন  !
ভাগ্যিস গুণীজনদের সব কথা সবসময় হয়না মানা,
তাই তো সে সব অপূর্ব লেখা ওনারা পেয়েছিলেন !
রোমান কবি হোমারের ইলিয়াড-ওডিসি যেন অক্ষয়,
ইংরেজীর সেক্সপিয়র,শেলী,কীটস, আরো অনেকেই,
আমাদের কবি বাল্মিকী, বেদব্যাস, ও কালিদাস,
প্রণাম তাঁদেরকেও, যাদের সাক্ষী প্রাচ্যের ইতিহাস।