কষ্ট গুলো হয়ে গেছে শেষ গত পরশু, গত বছরের !
শুনেছি কাল পার হয়ে গেছে নাকি অসমের বিহু,
বাংলায় ১লা বৈশাখে ছিল সুযোগ ইলিশ ভোজনের,
সাথে রবীন্দ্রনাথের গান আর কোকিলের কুহু।
বৈশাখী আর ভোগী পোঙ্গল হয়ে গেছে কাল,
ইন্দ্র দেব যেন মানুষের প্রতি থাকেন সদয় ।
কৃষিকাজে চাই যে মানুষের বৃষ্টির জল !
আজ ২রা বৈশাখ, রবিবার, তাই হচ্ছে সূর্য পোঙ্গল ।
সূর্যের আলো আর বৃষ্টিতেই জমিতে ফসল হয়।
মট্টু পোঙ্গলে সেবা করা হবে গরু মহিষের
কন্নম পোঙ্গলে চলবে পালা খাওয়া ও খাওয়ানোর।
গত পরশু চৈত্র সংক্রান্তিতে হয়েছে স্নান পশুদের,
রেশ চলবে আজ ২রা বৈশাখেও নববর্ষের !
নতুন বছরের আনন্দ আসলে কয়েকদিনের।