আসলেই প্রিয় মানুষ ব্যাপারটা আপেক্ষিক,
ততক্ষণই কেউ প্রিয়, যতক্ষণ সব সহ্য করা যায়।
সে‌ মানসিক অত্যাচার, অবহেলা বা হোক অপমান,
প্রিয়‌ থাকতে গেলে, খোয়াতেই হবে মান !
হয়তো উচিৎ কথা বলে ফেলি আগুপিছু না ভেবে,
এই কারনেই তো অসহ্য মনে করে সবে।
পড়তে গিয়ে প্রকৃতিকে নতুন করে চিনেছি,
অবনীন্দ্রনাথ, বিভূতিভূষণ কে পেয়েছি।
"শকুন্তলা" আখ্যানটি সম্প্রতি পাঠ করেছি।
প্রতিলিপি এফ এম এ দিলে সকলের সুবিধে জানি,
চেষ্টা করেও ওখানে আপলোড করতে পারিনি।
সুতরাং এখন শুধুই ইউটিউব ভরসা,
কিন্তু ওখানেও ভিড় তো কম নয় !
খুঁজে পাওয়া এক বিরাট সমস্যা, তাই ছবি দিলাম।
শকুন্তলার বইয়ের পাতার পাশে মাধবীলতার ফুল,
দুই বার শকুন্তলা কথাটা আছে ওখানে লেখা____
হয়তো এবার চিনতে আর হবে না কোনো ভুল ।
অবনীন্দ্রনাথ এই শকুন্তলা আর বুড়ো আংলা লিখে,
আমার কাছে তো দারুন প্রিয় এক মানুষ হয়েছেন।
তাইবলে,আর কেউ প্রিয় নেই ? অনেকেই আছেন।