আমগাছের কাক তিনবার মা ডাকে রাত তিনটায়,
আর বুলবুলিটা ঠিক জানালার পাশে এসে গান গায়।
কখনও উঠে পড়্, উঠে পড়্, কখনও বা উঠে পড়ো,
উঠতেই বলে গুড মর্নিং, বাঃ বাঃ, কিছু লিখে ফেলো।
লিখে ফেল্, লিখে ফেল্, লিখে ফেল্, লিখে ফেল্ !
কিছুক্ষণ চুপচাপ থাকার পরে এসে শুধায় "কি" ?
অর্থাৎ খোঁজ নেয় আমি সত্যিই কিছু লিখছি নাকি !
লিখছি যে সেই কথাটাও, কি করে যেন ও বুঝে যায়।
তিনটা কুড়ি তে সব চুপচাপ, বাগানটাও নিঝুম হয়,
ওরা বোঝে লিখতে গেলে মনোসংযোগ দরকার হয়।
অথচ আমরা মানুষ ওদের জন্যে কতটা ঠিক ভাবি ?
ধীরে ধীরে জঙ্গল কেটে সাফ করে ফেলি প্রায় সব ই।
গ্ৰীষ্মে মগে করে একটু খাবার জল হয়তো কেউ দিই,
বিনিময়ে বিনি পয়সায়, অসময়েও গান শুনতে পাই ।