হৃদয় তো নয়, যেন স্পঞ্জ কিংবা ব্লটিং পেপার,
ঝাঁপিয়ে পড়ে দুঃখ গুলো শুষে নিতে চায় সবার।
কিন্তু একটা মাত্র হৃদয়েয় ক্ষমতা কতটুকু আর,
কয়েকদিনেই চুপচুপে হয়ে ভিজে হয় একাকার !
তখন হাঁপিয়ে উঠে মেজাজটা খিটখিটে হয়ে যায়,
আঙুল গুলো চিনচিনে ব্যাথায় আসন্ন বিপদ জানায়।
গুরুত্ব না দিলেও জোর করে ধরে বিছানায় শোয়ায় !
তখন মোবাইল চালানো তো অনেক দূরের কথা,
শ্বাস নিতে গিয়েও কষ্ট, চোখে যে জল আসতে চায়।
বুঝতেও পারিনা কি করে বোঝাবো নিজের ব্যাথা !
নিজেকে শুকোতে অনেক, অনেক সুখ-রোদ চাই,
কিন্তু মেঘলা দিনে, এত সোনালী রোদ কোথায় পাই !
মনে হয় সাধ, সাদা মেঘের ভেলায় চড়ে ভেসে যাই ।
ওষুধ চলুক, আপাতত চলবেনা দেখা কোনো দুঃখই।