চুপকথাদের রাজ্যে, ওদের সাগরের ঢেউয়ের দোলা,
শুধু মাত্র পৃথিবীর কারো কারো অনুভবে ধরা দেয়।
হয়তো তারা তা বলতে পারেনা, বা বলা সম্ভব নয় !
ঢেউয়ের মুকুটের ফেনার রুপোলী রঙ দেখে,
যেন সে সমুদ্রের কষ্টের, কিছুটা আভাস পাওয়া যায়।
অথচ ছুঁতে চাইলে, নিমেষেই বাতাসে মিশে যায়!
আশ্চর্য এই যে, চুপকথাদের শক্তি নুনের মতোই,
আহত করতে পারে, তীরে বসে থাকা অতিথিকেও !
হোক না সে যতই নীরিহ অথবা সমবেদনায় ভরপুর,
একা থাকার লোভে সবাইকে ওরা করতে পারে দূর।
আসলে সমবেদনাকে সহ্য করা কষ্টের চেয়েও কঠিন,
এর চেয়ে ভালো চুপচাপ একা থাকা দিনের পর দিন।
নোনা অশ্রুজল যদি চুপকথার সাগরেই মিশতে চায়,
ওদের মিলনে বাধা দেবার কি এমন পড়েছে দায় !