কনগ্ৰাচুলেশন! কোনি, কনগ্ৰাচুলেশন ! নদীর মণিতে,
অসহায় ভাবে তলিয়ে যাওয়া দেখতে দেখতে!
শুধু দূর থেকে তোমার শ্বাসকষ্ট অনুভব করেছি,
নিজে তো সাঁতার জানি না, তাই একাই দৌড়েছি।
প্রাণপণে চিৎকার করেছি, সাঁতারু খুঁজতে চেয়েছি !
বলিহারি তোমার সাহস, ধৈর্য, আর লড়াকু মনোভাব,
আষাঢ়ের কুলিকের উত্তাল ঢেউ এর কাছে হার মানা,
কিছুতেই নয়, আসলে এমন স্বভাব তো তোমার না।
নিঃশ্বাস নেবার হাওয়ার অভাবটা, শুধু সেই বোঝে,
যে একবারের জন্যে হলেও কখনো জলে ডুবেছে !
মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারলেই বোঝা যায়,
আসল বাঁচার লড়াই কি, তখন ঠিক কেমন মনে হয়,
অজ্ঞান তোমাকে দেখে একটাই জপ করে গিয়েছি,
ফাইট কোনি, ফাইট! শুধু ক্ষিতদা নয়, আমরা আছি।
সবাই পাশে আছি, তোমাকে ফিরতেই হবে ধরাতে,
আঁধার শেষ হবে,আলো জ্বলবে তোমার আঁখিপাতে।
সাঁতারুকে ধন্যবাদ, যে ড্রাইভ করেছিলো সেই গাড়ি!
তাকেও ধন্যবাদ! মাঝরাতে যে অক্সিজেন দিলো,
ধন্যবাদ জানাই তাকে, যে অসময়ে ক্যাশ জোগালো!
সেও তালিকা থেকে বাদ নয়! আর সঠিক সিদ্ধান্ত?
সাহস জোগানোর কথা মুখ ফুটে যারা বলেছিলো !
সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
ডাক্তারবাবু ও সকলে সাহায্য করেছে তো নিশ্চয়ই,
বাঁচার লড়াইটা লড়েছো তুমিই,খুশী থেকো সারাক্ষণ।
একটাই অনুরোধ, না বুঝে আর জলে ঝাঁপ দিও না,
কষ্টের কথা বোলো,অবুঝের মতো অভিমান করোনা।
দাঁত চেপে কষ্ট সহ্য করার সত্যি কোনো মানে হয়না।