শীতকালে পিঠে, নলেন গুড়ের পায়েসের দিন,
বারোই জানুয়ারি এলেই কিন্তু মনে পড়ে যায়___
একজনের জন্মদিন ও আরেকজনের মৃত্যুদিন।
বিলের সাথে কি সূর্য সেনের কখনো দেখা হয়েছিল !
কি জানি, ভেতরে এত আগুন কালু কোথায় পেল !
কিছুতেই শায়েস্তা করার সুযোগ দেয়নি ওদের,
দুরন্ত বিলের মতোই দুষ্টুমি, আর ফন্দি পালানোর !
বিশ্বাসঘাতকের কারণেই শেষে ধরা পড়তে হলো,
তাই "একলা চলো রে" গানটাই বিনোদ শুনিয়েছিল।
ফাঁসি তো তখন অনেক স্বদেশীরই হয়েছিল,
কালু'দা আর তারককে কেন এত অত্যাচার করল !
তাতেও কি হয়েছিল ঐ ইংরেজদের মনের শান্তি ?
সাগরে নিয়ে মৃতদেহ ভাসায়_____ এত ভোগান্তি !
আসলে আর কিছুই নয়,মাস্টারদাকে ছিল স্রেফ ভয়,
যদি মরেও না মরে, আবার যদি জীবন ফিরে পায় !
কথায় কথায় অস্ত্র লুঠ করায়, রেল লাইন ওড়ায় !
এমন ভয়ঙ্কর ! ইংরেজ মারে ! কোন ব্যাটা না ডরায় !
ভবিষ্যত যারা গড়বে, তাদের এভাবেই পথ দেখায়,
আসল প্রয়োজনে মানুষকে অকুতোভয় হতে শেখায়।