মাঝে মাঝে নিজের কাছে ফেরাটা খুব জরুরী,
মানিনা, তবে জানি তো, মন যে হতে চায় ফেরারি।
হয়তো তাই বারে বারে, ইচ্ছে করে পথ হারিয়ে ফেলি,
মাঝে মাঝে ইচ্ছে করে, সব সত্যিগুলো বলেই ফেলি।
রোজ রোজ এক পথে চললেও, চলা তো এক নয়,
ইচ্ছে সদাই, নিজের চলন যেন নিজের মতোই হয়।
একা হতে হতে যদি কোনো দেয়ালে গিয়ে পিঠ ঠেকে,
যদি প্রাণের আকুতিতে ডানা গজায়,তখন দেখে কে!
সরতে গেলে শুধু কি পেছনেই সরতে হবে নাকি !
আশে, পাশে, ওপরে, কোথাও যাওয়া যাবে না কি ?
চাঁদের দেখা পাওয়া যায় যদি ঘরের ভেতর থেকে,
জানালায়, জোছনা উঁকি দেয় যে আকাশ থেকে।
চাঁদের আলোয় মিলিয়ে যাবে হয়তো দেয়ালটাই,
ক্ষতি কি যদি কেউ নিজের মনে থাকে একা একাই !