কিছু মানুষ আছে, যারা সহজেই অতীত ভুলে যায়,
আর কিছু মানুষ ইচ্ছে করেই অতীত ভুলতে চায়।
আবার কেউ কেউ চাইলেও পারেনা ভুলতে,
বোঝেনা, ভুলতে চাওয়া মানেই আসলে মনে রাখা,
অতীত পাখি নয়, উড়ে যায় না, নেই তার পাখা ।
গভীর কষ্টের স্মৃতি, কখনও যেন, ঠিক ঘুণপোকা,
মাথার ভেতরে কুরে কুরে অনেক সুরঙ্গ বানিয়ে রাখে,
আর সেখানেই ভাঁজ করে দুঃখ রাখে তাকে তাকে।
জেগে জেগেই তখন মানুষ দুঃখের স্বপ্নে হেঁটে যায়,
আর এভাবেই মনে হয় পাগল হয়ে যায় একটা সময়।
পাগলের মুখে চোখে হাসি,আসলে মোটেও হাসি নয়,
কান্নার ভিন্ন রূপ বলেই সেই হাসি গুলোকে মনে হয়।
তার চেয়ে চিৎকার না করা, চুপ করে থাকা পাগল,
ঢের ভালো, না হাসুক,না কথা বলুক, মনে থাকে বল।