ছোটোবেলায় খুব কিপটের মতো, রসকদম্ব খুঁটে খুঁটে পরত খুলে খুলে খেয়েছি.......
ভেতরে রস থাকলেও বাইরেটা যেন বরফ কুঁচি,
এখন সুগার একটু কম, তাই .......ভাবছি____😅
না,না খেলেও খাবনা কখনো পুরোটা,
ভেবেছিলাম বানাবো আজ লুচি কিংবা পরোটা।
কিন্তু রয়ে গেছে যে গোটা পাউরুটি টা !
পাউরুটি বেশি বাসি করাটা ঠিক নয়,
আমার তো সেরকমটাই মনে হয়।
বাংলায় ১লা বৈশাখ বছরের প্রথম দিন আজ,
সকলের হাতেই যেন রোজ থাকে কাজ ।
ছাতু, তেতো, ফল এসময়ে খাওয়া নাকি ভালো,
সকল মনের কষ্ট ঘুচুক, জ্বলে উঠুক জ্ঞানের আলো।
রোজ জুটে যায় যেন একটু ভালো খাবার,
সুসম্পর্ক বজায় থাকে যেন মানুষের সাথে মানুষের।
পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, ব্যাপারটি সত্যিই গর্বের।
মনুষ্যেতর প্রানীদের দিকেও থাকে যেন নজর,
এই গরমে জল খেতে দেওয়া চাই পশু পাখিদের।
গাছপালা তাদের অভাবের কথা জানাতে পারে না,
গাছ লাগালে মানুষ যেন তাদের যত্ন নিতে ভোলে না।
সকলের প্রতি রইলো ভালোবাসা আর শুভকামনা !