প্রেম মানে ভালোবাসা, ভালোলাগা, আর কিছু আশা,
তবে আমার মনে হয় এসব বুঝতে গেলে শেখা চাই ভাষা।বর্মি ভাষাতে তিনি থুরাথাডি, চিনে বিয়ানচাইতিয়ান,
জাপানিতে আবার তাকে বলা হয় বেনজাইতান।
অচেনা তো নন, উনি যে আমাদের সরস্বতী ঠাকরুন।
জ্যোতীর্ময়ীর সে অপরূপ আভা, বাল্মিকি দেখেছেন,
প্রতিভা জ্বলে উঠলো তৎক্ষনাৎ, শুরু হলো রামায়ন।
সারদার কৃপা পেলে দস্যুও লাভ করে বুদ্ধি ও জ্ঞান,
তাই তো সকলেরই করা উচিৎ সরস্বতীর আবাহন।
আমাদের কন্ঠতেই যে মা বীনাপাণি করেন অধিষ্ঠান,
তাই তো চাই বাকসংযম, কথা নাকি তীরের মতন !
কাউকে কথা দিয়ে আঘাত করা থেকে ক্ষান্ত হোন।
শুক্লবর্ণা দেবীর পরনে পীতবাস, পায়ের কাছে হাঁস ।
পলাশপ্রিয়া দেবী বড়ই ভালোবাসেন আবির, পলাশ,
জলের মতন স্বচ্ছ যে তাঁর মন, তাই জল ভালবাসেন,
মাটির নীচে হোক, বা ওপরে, জলের কাছেই থাকেন।
স্বচ্ছ সলিল পবিত্রতার প্রতীক, জলের নামই জীবন !
পূজো কি, না বুঝেই এসেছিল সেই হাতেখড়ির দিন,
খাগের কলমে দুধের আঁকিবুঁকি সবুজ কলাপাতায়,
মনে হয় যেন এই তো সেদিন, সময়নদী যে বয়ে যায়।