কবি নই আমি, কিন্তু ভালোবাসি যে কবিতা,
মাথায় যা কিছু আসে লিখে ফেলি তা।
কারো কারো হয়তো পড়তে একটু ভালো লাগে,
কেউ আবার ভাবে, কাঁচা কাজ, একদম যা তা !
আমি ভাবি, লিখলে কি আর এমন ক্ষতি !
লাগছে না তো কলম, কালি অথবা খাতা ।
শুধু পড়তে গিয়ে কারোর না হোক মাথা ব্যাথা।
না বুঝি অন্ত্যমিল, না মিত্রাক্ষর, না মাত্রাবৃত্ত ছন্দ ।
সহজ ভাবে বললে কথা, কি এমন তা মন্দ ?
আসল কথা, হিসেবে আমি সত্যিই আনাড়ি,
মনে নেই, কিভাবে যে হয়েছিল, আমার হাতে খড়ি।
শুধু খাগের কলম আর দুধের কালি দিয়ে____
পাতায় লেখার কথা একটু একটু মনে পড়ে।
কিন্তু সরস্বতী পূজোর পরের দিনের দধিকলম !
ঠাকুরের নামের বানান নিয়ে, সংশয় কত রকম !
হিসেব কিংবা অংক দিয়েই যদি হয়‌ কবিতার ছন্দ,
তাহলে‌ তো তা শেখা চাই ! ইচ্ছে নেই‌‌ যে ! অপছন্দ।
এ তো জানা কথা যে, অংক আছে সব কিছুতেই,
সংস্কৃত মন্ত্র না বুঝলে অং, বং, চং তো বলি তাকেই ।
ঈশ্বর যদি হন সর্বজ্ঞ, মনের কথা বুঝতেই হবে তাকে,
যে ভাষাই শিখি না কেন, "কথা" সব জায়গায় থাকে।
ক এ কথা, যদি তা হয় মনের,‌ একদম অন্তরের কথা,
যদি অন্যদের ভালো লাগে ‌তা,তাহলে কথাই কবিতা।