আমি ঠিকঠাক জানি না কবিতা বলে কাকে !
কেউ জানে গোলাপ ফুলের গাছে কেন কাঁটা থাকে !
সত্যি কথা হলো এটাই, জানা যায় না কাউকে ।
জানা, শোনা, দেখা, বোঝা, কিংবা ভাবা, খুব কঠিন,
বিশেষ করে অন্যের কিংবা নিজেদের এই মন____
কখন কি চায় অথবা ভাবে কি কথা অকারণ !
কেন মাঝে মাঝে মানুষের মন হয়ে ওঠে উচাটন !
জলে ঢেউ না থাকলে, তা কি আদৌ মানুষের জীবন !
বাতাসে চিন্তা টলোমলো, ঝড় উঠলেই রক্তে নাচন ।
রাগ,অভিমান, ভালোবাসা সব মিলে মিশে একাকার,
একলা জীবন আসলে একার নয়,গল্পটা কিন্তু সবার।
আর যত দুঃখের, রাগের, বিরহের কবিতাই হোক না,
ভালোবাসা,ভক্তি, কিংবা এড়িয়ে যাবার টালবাহানা !
কবিতা কখনোই একা নয়, কবিতা তোমার-আমার।