আগে দর্শনধারী, তারপর গুণ বিচারি,
কথাটা ভাবলেই, মাকাল ফল মনে পড়ে যে __
উল্টো খোপড়ির চিন্তা কি করে দূর করি !


ছোটোবেলায় প্রথম যখন মাকালের ভেতর দেখি,
অবাক হয়েছিলাম বেশ আমিও, কান্ড এ কি !
এতো সুন্দর দেখতে যে ফল, যাবেনা খাওয়া, সে কি !


জেনেছি পরে, 'মহাকাল' ফলেরও কিছু গুণ আছে,
আগে করতো নাকি কাজ অসুখ বিসুখে মহৌষধির,
এ্যান্টি প্রোপাগান্ডা হয়েছে এতদূর যে, সবাই ভুলেছে!


বিজ্ঞাপণের জয়জয়কার, ব্যাপারটা সত্যিই জরুরী।
সুস্থ থাকতে রোজ একটা আপেল খাওয়া দরকারি,
সানডে হোক বা মানডে, রোজ খেতে হবে আন্ডে।


এসব কথা শুনেছি ও দেখেছি টিভিতে, আকছারই।
ফলের দোকানে, আপেলে স্টিকার দেখে অবাক নই,
একদম হাঁ, মুদীর দোকানে ডিমে স্টিকার দেখেই  !


এক একজন, কেন যে বোকার মতো হেসে খুন হই !
মনে সন্দেহ, কি জানি এ আবার প্লাস্টিকের তো নয় !
আসলেও তো, দামী আপেলে মোমের পালিশ হয় ।


নিজেকে নাকি পাল্টে নিতে হয়, সময়ের সাথে সাথে,
না হলে পৃথিবীটা এগিয়ে যাবে, বাতিলেরা পড়ে রবে।
যাবার সময় হলে, মনে দুঃখ নিয়েই সরে যেতে হবে !