পায়ে পায়ে একটি বছর পরে বড়দিন এসে গেছে,
সকলের আগে আজ খঞ্জন পাখিটার ঘুম ভেঙেছে।
চেঁচিয়ে যেন ঠিক আমাকেই "মেরী ক্রিসমাস" বলেছে।
ডাক শুনে বোঝা যায় রোজ ভোরে দোয়েল জাগে,
কিন্তু আজ খঞ্জন দোয়েলকে ডেকে তুলেছে।
তারপর আবার সব চুপচাপ,কি ঠান্ডাটাই না পড়েছে!
প্রায় আধঘন্টা পর একটু আলো ফুটতেই_____
একটিমাত্র মোরগ কি জানি কোন বাড়ি থেকে,
থেকে থেকে "ককর কক ক__" বলে উঠছে হেঁকে।
দূরে বড়রাস্তায় শুরু হয়েছে বাস ট্রাকেদের চলাচল,
গাড়ির হর্ণ ছাড়া শোনা যাচ্ছে না কোনো কোলাহল ।
সেই কখন এপাড়া থেকে কেউ ট্রলি ব্যাগ টেনে নিয়ে,
ঘড় ঘড়‌ করে চলেছিলো ঠিক পাশের রাস্তাটা দিয়ে।
তাতেই এতো ভোরে আজ আমারও ঘুম ভেঙেছে !
হয়তো সকালের ট্রেনটা ধরবে বলেই সে বেরিয়েছে।
কিন্তু ট্রেনের হুইসেলের কোনো পাত্তা নেই এখনো,
কি জানি প্রথম ট্রেন যে যায় ঠিক ক টায়____
অবশ্য সকাল সাড়ে পাঁচটাও বাজেনি এখনও ।
হুমমম,বোঁ বোঁ শব্দ করে আসছে ট্রেন ফেলে নিঃশ্বাস!
আর ঘুম নয়,প্রাণায়াম করে নিয়ন্ত্রন করা যাক শ্বাস,
মেরী ক্রিসমাস, মেরী ক্রিসমাস, মেরী ক্রিসমাস !